সমকামী চরিত্রের প্রশংসা করলেন এমা ওয়াটসন

হলিউডের শিশুতোষ সিরিজ হ্যারি পটার তারকা এমা ওয়াটসন। হ্যারি পটারের জাদুর দেশ ছেড়ে এমা এবার রূপকথার দেশে পাড়ি দিয়েছেন। ডিজনি প্রযোজনায় বিল কনডন পরিচালিত রূপকথার গল্প অবলম্বনে নির্মিত হয়েছে‘ বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। এ চলচ্চিত্রেরই সাহসী ও খোলামেলা বেলের চরিত্রে অভিনয় করেছেন এমা। তার বিপরীতে প্রিন্স/বিস্ট চরিত্রে অভিনয় করেছেন জোশ গাড। সিনেমাটির ট্রেলারও মুক্তি পেয়েছে ১৪ নভেম্বর। এমা অভিনীত নতুন ছবি বিউটি অ্যান্ড দ্য বিস্ট মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৭ মার্চ। কিন্তু মুক্তির আগেই ছবিটিতে থাকা সমকামী চরিত্রের কারণে রাশিয়া এবং মালয়েশিয়াতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সিনেমাটিতে লেফু নামের একটি চরিত্রকে সমকামী হিসেবে দেখানো হয়েছে। লেফুর চরিত্রটিতে থাকা জোশ গাডই ডিজনির প্রথম সমকামী চরিত্র। সহকর্মী লেফুর চরিত্রটির জন্য এমা বেশ প্রশংসা করেছেন। এন্টারটেইনমেন্ট উইকলিতে এমা বলেছেন,‘ আমি মনে করি জোশ গাডের চরিত্রটি খুবই চমৎকার এবং তার অভিনয়ও নিখুত ছিল। আমি আশা করি দর্শকদের জন্য বিস্ময় নিয়ে আসবে।’
গাডের সমকামী বন্ধু গ্যাস্টনকে নিয়েও উচ্ছসিত এমা। তিনি বলেন, আমি সব সময়ই ভাবি আসলেই কি সে গ্যাস্টনকে ভালোবাসে? সে কি সত্যিই গ্যাস্টনের প্রেমে পড়েছে? তাহলে তাদের সম্পর্ককে কিভাবে আখ্যা দেয়া যায়?
ল্যাড মার্ক সিনেমাস ডট কম অবলম্বনে
ঢাকাটাইমস/১৪মার্চ/টিএ/এজেড

মন্তব্য করুন