মিলানে বাংলাদেশি তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ০৯:১৮

বাংলাদেশ থেকে এসে ইতালির মিলানের বিকোক্কা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় তিন শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে।

মিলানের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে তাদের এ সম্মাননা দেয়া হয়।

কৃতি তিন শিক্ষার্থীর মধ্যে ড. মোহাম্মাদ জামাল উদ্দিন ও ড. মেহেরুন্নেছা লাকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. তুনাজ্জিনা সুলতানা বর্তমানে দেশে অবস্থান করায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন ড. মোহাম্মাদ জামাল উদ্দিন।

সম্মাননাপ্রাপ্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের সাংবাদিক, স্টুডেন্ট এবং কমিউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মিলানের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :