রাঙামাটি হাসপাতালে শিক্ষার্থী নার্সদের কর্মবিরতি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মে ২০১৭, ১৭:৫৬ | প্রকাশিত : ১০ মে ২০১৭, ১৭:৪৪

‘ভুল’ চিকিৎসায় সহপাঠীর মৃত্যুর অভিযোগ এনে রাঙামাটি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন রাঙামাটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে শুরু হয় তাদের এ কর্মসূচি।

মারা যাওয়া নার্সের নাম মাহামুদা খাতুন। তিনি ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

মাহমুদার মরদেহ বুধবার সকালে নার্সিং ইনস্টিটিউটে আনা হলে নার্সদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এসময় তারা হাসপাতালের কর্মবিরতি পালন করেন এবং এর সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

আন্দোলনকারী নার্সরা বলেন, সহপাঠী মাহামুদা খাতুনকে মঙ্গলবার রাতে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে বুধবার ভোরে তার মৃত্যু হয়। তাদের অভিযোগ, রাঙামাটি হাসপাতালে ভুল চিকিৎসার দেওয়ার কারণে মাহামুদার মৃত্যু হয়েছে। এছাড়া নার্সিং ইনিস্টিটিউটে ও হাসপাতালে বিরাজমান নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে স্টুডেন্ট নার্সদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন। এগুলোর সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন বলে জানান।

রাঙামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন। আগামী ১৩ মে স্টুডেন্ট নার্সদের সঙ্গে বৈঠকদের বসাতে সম্মত হয়েছে কর্তৃপক্ষ।

দুপুরে হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে মাহমুদার জানাজা শেষে মরদেহ তার নিজ বাড়ী গাজীপুরে নিয়ে যাওয়া হয়।

(ঢাকাটাইমস/১০মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :