মাদক বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০১৭, ১৭:২৪

পাকিস্তানের পেশোয়ারে শিক্ষার্থীদের কাছে মাদক বিক্রির অভিযোগে এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর জিও নিউজের।

মঙ্গলবার পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, ইসলামিয়া কলেজ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক বশির আহমেদকে রেগি মডেল টাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই শহরের সঙ্গে কেন্দ্র শাসিত আদিবাসী এলাকা খাইবার এজেন্সির সীমান্ত রয়েছে।

সাজ্জাদ আরো জানান, বশির আহমেদের কাছ থেকে ২০ গ্রাম ‘মেথামফেটামিন’ এবং ১৫০ গ্রাম ‘গাঁজা’ উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টিতে মাদকের ব্যবহার হচ্ছে- এমন কয়েকটি অভিযোগ আগেই পাওয়া গেছে। এর ভিত্তিতে পুলিশ পদক্ষেপ নিয়েছে।

পুলিশ একটি বিশেষ চেকপয়েন্ট বসিয়ে প্রভাষক বশিরকে তার গাড়িসহ আটক করে। এই সময় তার কাছ থেকে দুটি পিস্তলও উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঐ শিক্ষক মাদক সরবরাহ করত।

(ঢাকাটাইমস/১৩জুন/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :