রাঙ্গামাটিতে গ্রামীণফোনের ত্রাণ বিতরণ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৭, ১৮:২৫

গ্রামীণফোন লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে গত ২০ জুন থেকে ত্রাণ বিতরণ শুরু করেছে। শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রিলিফ হিসেবে দেয়া হয়।

স্থানীয় রেড ক্রিসেন্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের সাথে রাঙ্গামাটিতে গ্রামীণফোনের টেরিটরি ম্যানেজার কেমপং চাকমা ত্রাণ প্রদানে সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নিয়মিত প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে এবং এবছরও তার ব্যতিক্রম নয়। গ্রামীণফোন বিভিন্ন ভাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করে আসছে।

গত দুই মাসে গ্রামীণফোন সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত, টেকনাফে ঘূর্নিঝড় মোরায় আক্রান্ত এবং রাঙ্গামাটিতে ৫৪০০ পরিবারকে সহায়তা করেছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ঘূর্ণিঝড় মোরায় আক্রান্ত এলাকায় বিনামূল্যে টকটাইম বিতরণ করে।

(ঢাকাটাইমস/২২জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :