বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে পুলিশের বাধা, আটক ২০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ আগস্ট ২০১৭, ২০:৪২

মাদারীপুরের শিবচরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি পুলিশের বাধা পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে আটকরা দাবি করেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। কর্মসূচি থেকে বিএনপি ও যুবদলের একাংশের ২০ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

তবে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, বিনা অনুমতিতে পৌর এলাকায় মোটরসাইকেলের মহড়া ও শো-ডাউন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, শো-ডাউনে পুলিশ ধাওয়া করলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল ফেলে দ্রুত এলাকা ত্যাগ করেন। এ সময় পুলিশ ফেলে যাওয়া ২৪টি মোটরসাইকেল শিবচর থানায় নিয়ে আসেন।

আটকরা হলেন, শিবচর উপজেলা বিএনপির একাংশের যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন হাওলাদার, মাহাবুবুর রহমান, শহীদুল ইসলাম, শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম, উপজেলা যুবদলের সভাপতি বাকাউল করিম খান, চরজানাজাত ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. সিরাজুল ইসলাম শান্ত বেপারী, উপজেলা যুবদলে সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, শিবচর পৌর যুবদলের সভাপতি মো. শাহীন গোমস্তা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মোল্লা, জসিম মৃধা, যুবদল কর্মী নোমান মোল্লা, মতিন আকন, রিকন মাদবর, তুহিন মুন্সী, আরফাজ মাদবর, লিটু বেপারী, বিল্লাল শিকদার ও আকতার শিকদার।

আটকরা জানান, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং ২০ নেতা-কর্মীকে আটক করে। তাদের ব্যবহৃত ২৪টি মোটরসাইকেল থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন।

আটক সকলেই শিবচর উপজেলা বিএনপির একাংশের আহবায়ক কামাল-জামাল নুরুদ্দিন মোল্লার সমর্থক বলে দাবি করেন তারা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্যা জানান, বিএনপির একাংশের নেতাকর্মীরা বিনা অনুমতিতে শিবচর পৌর এলাকার চৌধুরী বাড়িতে জড়ো হয়। তারা শিবচর বাজার দিয়ে মোটরসাইকেল বহর নিয়ে জড়ো হওয়ায় এলাকায় ভীতির সৃষ্টি হয়। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ জুলাই বিএনপির অপর অংশ (ইয়াজ্জোম হোসেন রোমান গ্রুপ) মাদবরচর ও কাঁঠালবাড়ি বাড়ি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করে। তখন দলীয় ওই কর্মসূচিতে পুলিশ কোন বাধার সৃষ্টি করেনি।

(ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :