রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩২

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্বিচারে নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন হয়েছে।

উপজেলার বিক্রমপুর সোসাইটির উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শেখর নগর রায় বাহাদুর শ্রীনাথ ইনিস্টিটিউটের সামনে মানববন্ধনটি হয়।

শেখ নয়নের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান মাহমুদ নাহিদের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন শেখরনগর ও আশেপাশের ইউনিয়নের সকল স্তরের মানুষ।

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুরুজ, সিনিয়র শিক্ষক রবিউল আওয়াল, দেবব্রত সরকার টুটুল, শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, ছাত্রলীগ নেতা এস.এম ইসতিয়াক প্রমুখ।

বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর এমন বর্বোরোচিত নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানা।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :