মার্কিন আদালতে দোষ স্বীকার হিজবুল্লাহর প্রধান অর্থদাতার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:০৩

লেবাননের ব্যবসায়ী কাশিম তাজিদিন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এড়ানো সংক্রান্ত অভিযোগের ব্যাপারে গত বৃহস্পতিবার দোষ স্বীকার করেছেন। মার্কিন কর্তৃপক্ষ তাকে হিজবুল্লাহর প্রধান অর্থদাতা হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপির।

৬৩ বছর বয়সী ব্যবসায়ী তাজিদিন ওয়াশিংটনের একটি আদালতে তার দোষ স্বীকার করেন। এতে তার পাঁচ বছরের সাজা হতে পারে।

মার্কিন অর্থ বিভাগ ২০০৯ সালের মে মাসে হিজবুল্লাহর সঙ্গে জড়িত থাকার প্রশ্নে আন্তর্জাতিক মানের সন্ত্রাসী হিসেবে তাজিদিনের নাম প্রকাশ করে। হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি শিয়াপন্থী রাজনৈতিক দল।

বিবৃতিতে আরও বলা হয়, বিদেশে গ্রেপ্তার হওয়ার পর ২০১৭ সালের মার্চ মাসে তাজিদিনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। আর তারপর থেকেই তিনি বন্দি রয়েছেন।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :