আসুসের পাতলা মনিটর

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৫

গ্লোবালব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো আকর্ষণীয় আসুসের নতুন মনিটর ভিজেড২২৯এইচই। চমৎকার পাতলা গড়নে এই মনিটরটির ডিসপ্লে এর পূরুত্ব মাত্র ৭ মিলিমিটার।

এর অন্যতম বিশেষত্ব হচ্ছে এই মনিটরটি প্যানেল বিট ডেপথ ৮ বিটের, যার মাঝে ফ্রেম রেট কন্ট্রোল নেই। ফলে এটি হাই রেজ্যুলেশনের কালার প্রদানে সক্ষম।

এই মনিটরটি ১৯২০*১০৮০ রেজ্যুলেশন সমৃদ্ধ আইপিএস প্যানেল যাতে রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল।

নতুন গেমার কিংবা প্রফেশনাল এডিটরদের জন্য স্বল্প বাজেটের এই মনিটরটির মাঝে আরো রয়েছে ব্লু লাইট ফিল্টার, গেমার মোড ও ফ্লিকার ফ্রি টেকনলোজি। এত আরও রয়েছে ভিজিএ, ডিভিআই-ডি ও এইচএমআই পোর্ট।

মনিটরটিতে ৩ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :