২৮ লাখ ওয়াশিং মেশিন ফিরিয়ে নিচ্ছে স্যামসাং

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৬, ১২:৩২
অ- অ+

স্যামসাং গ্যালাক্সি নোট ৭ এর কেলেঙ্কারির পর এবার তাদের ওয়াশিং মেশিন নিয়েও বেকায়দায় পড়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ এই প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়াশিং মেশিন বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাজার থেকে প্রায় ২৮ লাখ ওয়াশিং মেশিন ওঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।যুক্তরাষ্ট্রের ভোগ্য পণ্য সুরক্ষা কমিশনের (সিপিএসসি) নির্দেশ মেনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, ব্যবহারের সময় স্যামসাংয়ের ওয়াশিং মেশিন অধিক কম্পন হচ্ছে। এতে করে মেশিনটির উপরের অংশ আলাদা হয়ে যাচ্ছে। এছাড়াও বিস্ফোরিত হওয়ার ঘটনাও ঘটেছে।

স্যামসাং জানায়, তাদের ওয়াশিং মেশিন বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত নয় জন আহত হওয়ার অভিযোগ এসেছে। অভিযুক্তরা জানিয়েছেন, ওয়াশিং মেশিন বিস্ফোরণে অনেকের চোয়াল ভাঙ্গেছে। কাধেও ব্যথা পেয়েছেন কেউ কেউ। এমন অভিযোগের প্রেক্ষিতে স্যামসাং তাদের ওয়াশিং মেশিন বাজার থেকে উঠিয়ে নিচ্ছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এসজেআর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা