সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের উদ্বোধন কাল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০১৭, ২০:২১
অ- অ+

বাংলাদেশে এই প্রথম উদ্বোধন হতে যাচ্ছে তথ্য-প্রযুক্তিসংবলিত ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’। বৃহস্পতিবার দ্বীপ জেলা ভোলার লালমোহন শাহবাজপুর কলেজ মাঠে এর উদ্বোধন করা হবে।

ডিজিটাল পার্কটি উদ্বোধন করবেন ভোলা-১ আসনের সাংসদ ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আরো থাকবেন- চিফ হুইপ আ.স.ম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বন ও পরিবেশবিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রমুখ।

এ সম্পর্কে নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, এটা আমার স্বপ্ন ছিল। এখন এটি বাস্তব। গত এক বছরে দেশে তথ্য-প্রযুক্তির ব্যাপক উন্নয়ন হয়েছে। বহু প্রতীক্ষার পর অবশেষে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। যাত্রা শুরু ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’-এর।

অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে এ পার্কটি। এখান থেকে সরকারি-বেসরকারি শতাধিক সেবা পাওয়া যাবে। এখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল এলইডি টিভি, যার মাধ্যমে সকল খেলাধুলাসহ অন্যান্য সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান দেখা যাবে। টিভিটি ৪০ ফুট বাই ৩০ ফুট। থাকছে ফ্রি ওয়াইফাই। সবচেয়ে আকর্ষণীয় শান্তির প্রতীক নৌকার বিশাল এক আলেকিত প্রতিকৃতি, থাকছে ডিজিটাল বিনোদন ব্যবস্থাসহ আরও অনেক কিছু।

(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সাপের কামড়ে একজনের মৃত্যু
মির্জাপুরে ছাত্রলীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার
জামালপুরে দেশীয় অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ৭
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিএনপির র‌্যালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা