সাংবাদিক বন্ধুর স্মরণে কাঁদলেন কামরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৭, ২০:০৫

প্রয়াত সাংবাদিক জগলুল এ চৌধুরীর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে কেঁদেছেন খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় খ্যাতিমান এই সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে কামরুল ইসলামের। জীবনের শেষ সময় পর্যন্ত সেই বন্ধুত্ব অটুট ‍ছিল বলে জানান মন্ত্রী।

আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক হিসেবে পরিচিত প্রবীণ সাংবাদিক জগলুল এ চৌধুরী ২০১৪ সালে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বাস থেকে নামার সময় বাসের ধাক্কায় নিহত হন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বন্ধুর স্মরণে খাদ্যমন্ত্রী বলেন, ‘১৯৫৬ সালে জগলুল আর আমি একসাথে ক্লাস টুতে পড়ি। যখনই সময় পেতাম সেসহ অন্যান্য বন্ধুরা একসাথে আড্ডা দিতাম। তিনি যেভাবে চলে গেছেন, তার স্মরণে কিছু করতে চাচ্ছিলাম। কিন্তু তা করতে দেরি হয়ে যাচ্ছে। এখানে আমাদের মধ্যে এক ধরনের অপরাধ বোধ কাজ করছে। তার স্মরণে আমরা কয়েকজন বন্ধুসহ সবাই মিলে চিন্তা করলাম যে, একটা কিছু করার দরকার। এখানে আমরা আজকে তাকে নিয়ে একটি স্মরণ সভা করছি। একই সাথে তার স্মৃতিতে নতুন কিছু করার পরিকল্পনা করছি।’

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক জগলুল এ চৌধুরী স্মৃতি ট্রাস্ট আয়োজিত স্মরণসভায় কামরুল বলেন, ‘জগলুল স্মৃতি ধরে রাখতে আমরা তরুণ সাংবাদিকদের আন্তর্জাতিক বিষয় নিয়ে লেখার উৎসাহ যোগাতে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করছি। বছরে দুইজন বা তিনজনকে আমরা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সেটা টাকার অঙ্ক এবং মেডেলও করতে পারি। এর জন্য আমরা বড় ধরনের ফান্ড তৈরি করছি। কারণ, কালকে যদি আমি না থাকি তবে অন্যরাও যেন জগলুলের স্মৃতি ধরে রাখতে এটা চালিয়ে যেতে পারে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে কয়েকজনকে দায়িত্ব দিয়েছি। তারা লেখা সংগ্রহ করছে। একই সাথে প্রতি বছর জগলুলের মৃত্যুবার্ষিকীর দিনে একধরনের আলোচনা সভার আয়োজনের ব্যবস্থা করবো।’

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :