ছিনতাই করে পালানোর সময় নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৬
প্রতীকী ছবি

হ্যান্ডব্যাগ ছিনতাইকালে হাতে-নাতে গ্রেপ্তার হয়েছে হালিমা নামে এক নারী ছিনতাইকারী। একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত সামিরা আহমেদ নামে এক নারীর কাছ থেকে হান্ডব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রামপুরা ফুট ওভার ব্রিজের নিচ থেকে পার্সব্যাগসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা করা হয়েছে।

ছিনতাইয়ের শিকার সামিরা আহমেদ বলেন, গ্রেপ্তার হালিমা বাসের মধ্যে আমার পাশেই বসা ছিল। রামপুরা ফুটওভার ব্রিজের কাছে আসার পর হঠাৎ তিনি আমার ব্যাগ নিয়ে দৌড় দেন। বাস যাত্রীদের সহযোগিতায় আমি তাকে ধরে ফেলি। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

রামপুরা থানার সহকারী উপপরিদর্শক নাছির উদ্দিন বলেন, সকালে সামিরা আহমেদ তুরাগ পরিবহনে অফিস যাচ্ছিলেন। রামপুরা ফুটওভার ব্রিজের কাছে হালিমা নামের এক নারী ছিনতাইকারী তার হ্যান্ডব্যাগের ভেতরে রাখা পার্স নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সামিরা আহমেদের সাহসিকতায় ও উপস্থিত জনতার সহযোগিতায় তাকে ধরে ফেলা হয়।

খবর পেয়ে রামপুরা টহল পুলিশ হালিমাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে সামিরার পক্ষে তার স্বামী রাইজিংবিডির জ্যেষ্ঠ প্রতিবেদক এম এ রহমান (মাসুম) বাদী হয়ে হালিমাকে আসামি করে একটি মামলা করেন।

মামলার আলামত হিসেবে উদ্ধার করা হ্যান্ডব্যাগ (পার্স) ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাই নয় এটা চুরির ঘটনা ঘটেছে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে পাঠিয়েছেন।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :