ফখরুদ্দিন বিরিয়ানি ও সিপিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুলাই ২০১৮, ২১:২২

পোড়া তেলে খাবার ভাজার অপরাধে সিপি ফাইভ ষ্টারের গুলশান শাখাকে জরিমানা করা হয়েছে। তারা পুরনো তেলে মুরগি ও ফ্রেঞ্চফ্রাই ভাজছিল। এছাড়া গুলশানের ফখরুদ্দিন বিরিয়ানির ১ কেজির দইয়ের পাতিল ওজন করে দেখা গেছে তাতে দুইশ ১০ গ্রাম কম রয়েছে। এই অভিযোগে তাদেরকে জরিমানা গুণতে হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস গুলশান-২ ও বাড্ডায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ ও ১১।

অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ঢাকাটাইমসকে জানান, ‘দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহার করে মুরগি ও ফ্রেঞ্চফ্রাই ভাজার অপরাধে গুলশানের সিপি ফাইভ ষ্টারের শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গুলশান-১ নম্বর চত্বরের ফখরুদ্দিন বিরিয়ানীতে বোরহানীর মেয়াদ উত্তীর্ণ ছিল। এমনকি তাদের এক কেজির দইয়ের পাতিল ওজন করে দেখা গেছে তাতে দুইশ ১০ গ্রাম কম। দুই অভিযোগে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

অভিযানে গুলশান-১ এর বিআইও ফার্মেসি, মধ্য বাড্ডার মেডিডেন্ট ফার্মেসি এবং উত্তর বাড্ডার বুশরা মেডিসিনে গিয়ে দেখা যায়, তাদের বেশ কয়েকটি ব্যান্ডের ঔষধের মেয়াদ উত্তীর্ণ। এর মধ্যে বিআইও ফার্মেসিকে ৩০ হাজার, মেডিডেন্ট ফার্মেসিকে ৩০ হাজার এবং বুশরা মেডিসিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নিদ্ধারিত দামের চেয়ে বেশি দামে পানি বিক্রির অভিযোগে মধু মিলন চাইনিজ সেন্টারকে ২০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে হযরত শাহ চন্দ্রপুরী হোটেল এন্ড বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকাটাইমস/১৭জুলাই/এসএস/ডিএম

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

বেকারত্ব ঘুচাতে শিখেন অটোরিকশা ছিনতাই, গড়ে তোলেন চক্র

রিমান্ডে লোমহর্ষক তথ্য: মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন

মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের দায় তার স্ত্রী এড়াতে পারেন না: ডিবিপ্রধান

‘আইন যেটা চাইবে সেটাই হবে’, জিজ্ঞাসাবাদ শেষে মিল্টন সমাদ্দারের স্ত্রী

জিজ্ঞাসাবাদের জন্য মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে

ফ্ল্যাটের ভুয়া দলিল মর্টগেজ দিয়ে ৫০ কোটি টাকা ব্যাংক লোন নেয় চক্রটি

কষ্টিপাথরের ব্যবসাকে কেন্দ্র করে অপহরণ, গ্রেপ্তার ৭

কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন মিল্টন সমাদ্দার

৭ লাখ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার

তিন দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার

এই বিভাগের সব খবর

শিরোনাম :