মুশফিকের লড়াকু হাফ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৪ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৫

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ার পর মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের ব্যাটে দারুণভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ইতোমধ্যে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন। ৬৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মোহাম্মদ মিথুনও দুর্দান্ত খেলছেন। দলীয় ১২ রানে তৃতীয় উইকেটের পতন হওয়ার পর থেকে এই দুজন দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এশিয়া কাপে আজ অঘোষিত সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে তিন উইকেটে ১৩৬ রান।

শুরুতেই সাজঘরে ফিরে গিয়েছেন সৌম্য সরকার, মুমিনুল হক ও লিটন দাস। ইনিংসের তৃতীয় ওভারে জুনায়েদ খানের বলে ফখর জামানের হাতে ক্যাচ হয়েছেন সৌম্য সরকার। পাঁচ বলে শূন্য রান করেছেন তিনি। চতুর্থ ওভারে শাহীদ শাহ আফ্রিদির বলে বোল্ড হয়েছেন মুমিনুল হক। চার বলে পাঁচ রান করেছেন তিনি। পঞ্চম ওভারে জুনায়েদ খানের বলে বোল্ড হয়েছেন লিটন দাস। ১৬ বল খেলে ছয় রান করেছেন তিনি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে নেই সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু। একাদশে ঢুকেছেন সৌম্য সরকার, মুমিনুল হক ও রুবেল হোসেন।

আজ যারা জিতবে তারা ফাইনালে ভারতের মুখোমুখি হবে। এর আগে সুপার ফোর পর্বে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই একটি করে জয় পায়। আফগানিস্তানকে তিন রানে হারিয়েছিল বাংলাদেশ। আর আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়েছিল পাকিস্তান। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সংবাদমাধ্যমের দাবি: বায়ার্নের নতুন কোচ হচ্ছেন কোম্পানি!

এলপিএলে মুস্তাফিজের দলের চুক্তি বাতিল, গ্রেপ্তার বাংলাদেশি মালিক

যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন পন্টিং

শান্তকে বিশ্রাম দিয়ে সাকিবকে অধিনায়ক করার পরামর্শ আশরাফুলের

শেষ সময়ে বিশ্বকাপ দলে পরিবর্তন আনল নেদারল্যান্ডস

লেভারকুসেনের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা

 যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ যেকোনো মূল্যে জয় চায় বাংলাদেশ

আইপিএলের যে রেকর্ডে বিরাট কোহলির ধারেকাছেও কেউ নেই

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :