রূপগঞ্জে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যায় মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসলাম মিয়া (১৬) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার সকালে নিহতের বোন বাদী হয়ে মেহেদী ও মনির নামে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

গত শনিবার দুপুরে উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডে আসলাম মিয়াকে ছুড়িকাঘাত করে হত্যা করা হয়। নিহত আসলাম চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডের বাকপ্রতিবন্ধি গিয়াস উদ্দিনের ছেলে এবং আসলাম স্থানীয় নবকিশোলয় স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

আসলাম মিয়ার বোন জামাই ইলিয়াছ মিয়া জানান, আসলাম মিয়ারা দুই ভাই এক বোন। ভাই বোনের মাঝে আসলাম মেজো। শশুর গিয়াস উদ্দিন বাকপ্রতিবন্ধি হওয়ায় শাশুড়ি মাজেদা বেগম দুবাই প্রবাসী। মাজেদা বেগমের ওপর পুরো সংসার নির্ভর।

কয়েক মাস আগে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আসলাম মিয়ার সঙ্গে একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মেহেদী হাসানের বাকবিত-া হয়। ওই সময় মেহেদী হাসানকে মারপিট করে আসলাম মিয়া। এ ঘটনায় মেহেদী হাসানের পরিবার আসলামের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছিল। এর পর থেকেই তাদের মাঝে শত্রুতা তৈরি হয়।

শনিবার দুপুরে আসলাম মিয়া বাড়ির পাশের একটি দোকানে বসে ছিল। এ সময় মেহেদী হাসান পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে আসলামের পেটের একপাশে আঘাত করে। এতে করে আসলাম মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/১৪জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :