এনামুলের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১৬:২০
অ- অ+

এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে (ডিপিএল) রূপগঞ্জকে প্রথম হারের স্বাদ দিল এনামুলের নেতৃত্বে দলটি।

বৃহস্পতিবার বিকেএসপিতে প্রথমে ব্যাট করা রূপগঞ্জ মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায়। জবাবে ৯ উইকেট হারিয়ে ও ১১১ বল বাকি থাকতে জয়ে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।

সহজ টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৫ রানে তোলেন দুই ওপেনার এনামুল ও রুবেল মিয়া। রুবেল ৬১ বলে ৪টি চারের সাহায্যে ৪৪ করে নাবিল সামাদের বলে তাকেই ক্যাচ দিয়ে বিদায় নেন। তবে এদিন নেতৃত্বের ভার একাই কাঁধে তুলে নেন বিজয়। কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করে তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের দশম সেঞ্চুরি।

ভারতীয় ব্যাটসম্যান সুদীপ চ্যাটার্জির সঙ্গে আরও ৪১ রান যোগ করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিজয়। তিনি ১১১ বলে ১২টি চার ও ২টি ছক্কায় বরাবর ১০০ রানের হার না মানা ইনিংস খেলেন।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো প্রাইম ব্যাংক বোলারদের তোপের মুখে পড়ে রূপগঞ্জ ব্যাটসম্যানরা। ওপেনার এবং আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ নাঈম ও জাকের আলী ছাড়া সেভাবে কেউই দাঁড়াতে পারেননি। সাঈম ৪৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন। এছাড়া জাকেরের ব্যাট থেকে আসে ৪৭ রান।

প্রাইম ব্যাংক বোলারদের মধ্যে মোহোর শেখ, আল-আমিন হোসেন, আরিফুল হক, আব্দুর রাজ্জাক ও অলক কাপালি দুটি করে উইকেট তুলে নেন।

এ জয়ে আবার পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলা প্রাইম ব্যাংক। ৩ ম্যাচে দুটি জয়ের বিপরীতে তারা হেরেছে একটিতে। অন্যদিকে হেরে পাঁচে নেমে গেছে রূপগঞ্জ। (ঢাকাটাইমস/১৪মার্চ/এইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা