লেগানেসের বিপক্ষে রিয়ালের ড্র

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০১৯, ১১:৩৪
অ- অ+

লা লিগার ম্যাচে সোমবার লেগানেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ৩২তম রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল এখন আছে তৃতীয় অবস্থানে। ৩২ ম্যাচের মধ্যে তারা ১৯টিতে জয় পেয়েছে, ৯টিতে হেরেছে ও চারটিতে ড্র করেছে। অন্যদিকে, ৪১ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে আছে লেগানেস।

এদিন লেগানেসের ঘরের মাঠ বুতার্কিউতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল রিয়াল। ম্যাচে ৭১ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। ২৯ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে লেগানেস। রিয়াল ফাউল করে ১২টি, লেগানেস ফাউল করে ১১টি। রিয়াল তিনটি হলুদ কার্ড দেখলেও লেগানেস একটিও হলুদ কার্ড দেখেনি।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তথা ৪৫তম মিনিটে জনাথন সিলভার গোলে ১-০ গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে ম্যাচে ফিরতে বেশি দেরি করেনি রিয়াল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে করিম বেনজেমার গোলে ১-১ সমতা আনে তারা। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১-১ ড্র হয়।

লা লিগায় এখন পর্যন্ত শিরোপার দৌঁড়ে এগিয়ে আছে বার্সেলোনা। ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা সবার উপরে রয়েছে। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৫২ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে সেভিয়া। ৫১ পয়েন্ট নিয়ে গেতাফে আছে পঞ্চম অবস্থানে।

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা