২৯তম ওভারে প্রথম বোলিংয়ে এলেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০১৯, ১৭:৫২| আপডেট : ১৫ মে ২০১৯, ১৮:১৪
অ- অ+

মাশরাফি বিন মর্তুজা সবসময় শুরুর দিকে বোলিংয়ে আসেন। বোলিংয়ে প্রায়ই তাকে ওপেন করতে দেখা যায়। শুরুর দিকে উইকেট নিয়ে তিনি প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন-আপে ভাঙন ধরান। কিন্তু বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি প্রথমবারের মতো বোলিংয়ে এলেন ২৯তম ওভারে।

ত্রিদেশীয় সিরিজে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৫ ওভারে ২ উইকেটে ১৬৩ রান। শুরুতে বাংলাদেশ দুইটি উইকেট শিকার করলেও পরে পল স্টার্লিং ও উইলিয়াম পোর্টারফিল্ড জুটিতে এগোচ্ছে আয়ারল্যান্ড। এই জুটি ভাঙাই এখন টাইগারদের প্রধান চ্যালেঞ্জ।

আয়ারল্যান্ডের প্রথম উইকেটটি শিকার করেন পেসার রুবেল হোসেন। ইনিংসের চতুর্থ ওভারে স্লিপে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে জেমস ম্যাককলামকে ফেরান তিনি। এই আইরিশ ওপেনার করেছেন ৫ রান।

গত ১৩ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় টাইগার পেসার আবু জায়েদ রাহির। কিন্তু ওই ম্যাচে তিনি উইকেট পাননি। তবে, বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম উইকেট শিকার করলেন রাহি। ইনিংসের ১১তম ওভারে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে তিনি ফেরালেন অ্যান্ডি বলবার্নিকে। বলবার্নি করেছেন ২০ রান।

এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রামে রাখা হয়েছে সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানকে। একাদশে ঢুকেছেন লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন ও রুবেল হোসেন।

বাংলাদেশ ইতোমধ্যে সিরিজের ফাইনালে উঠেছে। অন্যদিকে, আয়ারল্যান্ডের বিদায় নিশ্চিত হয়েছে। সুতরাং, দুই দলের জন্যই এই ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। কিন্তু আইরিশরা সিরিজে এখনো জয়ের দেখা পায়নি। সুতরাং, আজ তারা জয় পেতে চাইবে।

(ঢাকাটাইমস/১৫ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা