নিউজিল্যান্ডকে ২৪২ রানের চ্যালেঞ্জ দ. আফ্রিকার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুন ২০১৯, ০১:৩৩ | প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ২১:০৭

নিউজিল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিলো দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে বুধবার দিনের একমাত্র ম্যাচে কিউইদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯ ওভারে ৬ উইকেটে ২৪১ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়। এই কারণে ম্যাচে এক ওভার কমানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ভ্যান ডের ডুসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন হাশিম আমলা। নিউজিল্যান্ডের পক্ষে লকি ফার্গুসন ৩টি, ট্রেন্ট বোল্ট ১টি, মিচেল স্যান্টনার ১টি ও কলিন ডি গ্র্যান্ডহোম ১টি করে উইকেট শিকার করেছেন।

দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রান করতে সংগ্রাম করছিল। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার কুইন্টন ডি কক। ৮ বলে ৫ রান করেন তিনি। ওয়ানডাউনে নেমে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩৫ বলে ২৩ রান করে আউট হন। হাশিম আমলা যতোগুলো বল খেলেছেন সেই অনুযায়ী রান করেছেন একেবারে কম। ৫৫ রান করতে তিনি ৮৩টি বল খেলেছেন। পঞ্চম উইকেটে ৭২ রানের জুটি গড়ে দলের রান একটু বাড়িয়ে দিয়েছেন ডুসেন ও ডেভিড মিলার।

দক্ষিণ আফ্রিকার এটি ষষ্ঠ ম্যাচ হলেও নিউজিল্যান্ডের পঞ্চম ম্যাচ। আগের চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পায় নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সাত পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে। অন্যদিকে, আগের পাঁচ ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকা একটিতে জয় পেয়েছে ও তিনটিতে হেরেছে। তাদেরও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তিন পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা এখন অষ্টম অবস্থানে আছে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ইনিংস: ২৪১/৬ (৪৯ ওভার)

(কুইন্টন ডি কক ৫, হাশিম আমলা ৫৫, ফাফ ডু প্লেসিস ২৩, এইডেন মার্করাম ৩৮, ভ্যান ডের ডুসেন ৬৭*, ডেভিড মিলার ৩৬, আন্দিল ফেলুকায়ো ০, ক্রিস মরিস ৬*; ম্যাট হেনরি ০/৩৪, ট্রেন্ট বোল্ট ১/৬৩, লকি ফার্গুসন ৩/৫৯, কলিন ডি গ্র্যান্ডহোম ১/৩৩, মিচেল স্যান্টনার ১/৪৫)।

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :