এলো ফ্লিপ ক্যামেরার ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ১১:৫৪
অ- অ+

ফ্লিপ ক্যামেরার নতুন ফোন আনল আসুস। মডেল আসুস সিক্স জেড। ফোনটির ফ্লিপ ক্যামেরা ব্যবহার করে পিছনের ও সামনের ছবি তোলা যাবে। ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে উঠে সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল গ্রাইমারি সেন্সর।

আসুস সিক্স জেড ফোনটি অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত। এতে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ৮ জিবি র‌্যামের ফোনটিতে ২৫৬ জিবি স্টোরেজ দেয়া হয়েছে।

ছবি তোলার জন্য ডিভাইসটিতে থাকছে রোটেটিং ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরা মোটরের সাহায্যে ঘুরে সেলফি তুলতে পারবে। এর ডুয়াল ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে।

ভারতে ৮ জিবি র‌্যাম ভার্সনের আসুস সিক্স জেড বিক্রি হচ্ছে ৩৪ হাজার ৯৯৯ রুপিতে। ৬ জিবি র‌্যাম ভার্সনেও এটি পাওয়া যাচ্ছে। মূল্য ৩১ হাজার ৯৯৯ রুপি।

(ঢাকাটাইমস/২৬জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা