দীপাবলিতে ঘনিষ্ঠ অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০১৯, ১১:২৪
অ- অ+

আলোর রোশনাই, ঝিকমিকে টুনি, চৌকাঠে প্রদীপ আর হালকা হিমেল বাতাস ডাক দিয়েছে হেমন্তের। গোটা ভারত মেতে উঠেছে দীপান্বিতার আরাধনায়। কোথাও শ্যামা, কোথাও আবার লক্ষ্মী রূপে তার আরাধনা। কচিকাঁচারা মেতে উঠেছে রঙিন ফুলঝুরিতে। আলোর উৎসবে সামিল টলিউডের তারকারাও।

দীপাবলির এই উৎসবে বিশেষভাবে নজর কেড়েছেন টলিউডের জনপ্রিয় লাভবার্ড জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। আনন্দে মাতোয়ারা হয়েছিলেন তারাও। তুলেছেন ঘনিষ্ঠ ছবিও। সে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা দেখে দারুণ খুশি তাদের ভক্তরা। মুহূর্তে নজরকাড়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার চুমু খাওয়ার সেই ছবি।

কিছু দিন আগে একসঙ্গে দুবাই ঘুরে এসেছেন এই তারকা জুটি। ফিরেছেন সদ্যই। তাদের দুবাই ভ্রমণের ছবিও একই ভাবে নজর কেড়েছিল। এবার দীপাবলিও কাটালেন একসঙ্গে। কিন্তু কবে তাদের চার হাত এক হবে, কবে থেকে এক ছাদের নিচে একসঙ্গে থাকা শুরু করবেন- সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ভক্তরা।

ঢাকাটাইমস/২৯অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা