অভিযানের পর যাত্রাবাড়ীতে ৯০ টাকার কমে পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ২০:৪৮| আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:০৩
অ- অ+

দেশের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম চড়া। খুচরা বাজারে যখন পেঁয়াজ ১৩০ টাকা থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৯০ টাকার কমে পেঁয়াজ বিক্রির অঙ্গীকার করলেন রাজধানীর যাত্রাবাড়ীর ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা সামনে টাঙিয়ে না রাখার অপরাধে ১৩ প্রতিষ্ঠানকে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে থাকা ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ঢাকাটাইমসকে বলেন, ‘যাত্রাবাড়ী এলাকায় পেঁয়াজের বাজারে অভিযান চালানো হলে ব্যবসায়ীরা ৯০ টাকার কমমূল্যে বিক্রির অঙ্গীকার করেন। সেই অনুযায়ী যাত্রবাড়ীর সকল বাজারে এই দামে বিক্রি শুরু হয়েছে। এর আগে মূল্য তালিকা না থাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।’

অভিযানে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/৫ অক্টোবর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা