মুশফিককে সুযোগ দিলেন কোহলি-রাহানে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৯, ১৩:২৪| আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৩:৪০
অ- অ+

দুইবার ভাগ্যের জোরে বেঁচে গেলেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ভারতীয় অধিনায়ক কোহলি ও পেসার রাহানে দুইবার মুশফিকের ক্যাচ হস্তগত করতে ব্যর্থ হয়েছেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ সকাল দশটায় ভারতের বিপক্ষে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। শুরুতেই ধস নামে ওপেনিংয়ে। একে একে তিনটি উইকেট পড়ে যায় বাংলাদেশের।

ব্যাট করতে নেমে ওপেনিংয়ের বিপর্যয় সামলে উঠছেন অপরাজিত মুশফিক ও মুমিনুল। ভারতীয় ফিল্ডাররা মুশফিকের ক্যাচ ধরতে ব্যর্থ না হলে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যেত।

ইনিংসের ২৩তম ওভারে উমেশ যাদবের প্রথম বলেই বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে জীবন দিলেন ভারতের কাপ্তান বিরাট কোহলি। উমেষের অফস্ট্যাম্পের বাইরের বলটি ব্যাটের কানায় লেগে তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা কোহলির কাছে গেলে- সহজ ক্যাচটি মিস করেন কোহলি।

তিন উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ দল। লাঞ্চ বিরতির পর এসেই ধাক্কা খাওয়ার মতো অবস্থায় পড়ে বাংলাদেশ। ইনিংসের ২৭তম ওভারে রবীচন্দ্রন অশ্বিনের প্রথম বলেই দ্বিতীয়বারের মত জীবন পান মুশফিক। এই যাত্রায় আজিঙ্কা রাহানে ক্যাচ মিস করেন।

তিন উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলা বাংলাদেশকে খুব ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশফিক-মুমিনুল। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৯৮ রান।

(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা