এনসিএলে ২৬ রানে আট উইকেট রুয়েলের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৯, ১৭:২৯| আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৭:৩১
অ- অ+

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরের ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হয়েছে আজ। দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ। ম্যাচের প্রথম দিনই আলো ছড়িয়েছেন সিলেটের হয়ে খেলা ১৮ বছর বয়সী পেসার রুয়েল মিয়া। তিনি ১৪.১ ওভার বল করে ২৬ রান দিয়ে নিয়েছেন ৮টি উইকেট।

এদিন টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম বিভাগ। রুয়েলের বোলিং তোপে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় তারা। দলের সেরা রান সংগ্রহকারী ইরফার শুক্কুর ও তাসামুল হক। দুজনেরই সংগ্রহ ২১ রান। সিলেটের হয়ে রুয়েল ৮টি, ইমরান আলী ১টি ও রেজাউর রহমান ১টি করে উইকেট নেন।

পরে সিলেট বিভাগ ব্যাট করতে নেমে ৫ উইউকেটে ১৮৬ রান করে দিনের খেলা শেষ করে। ৫৫ রান করে আউট হন অমিত হাসান। ৪১ করেন অধিনায়ক অলক কাপালি। ২৮ রান করে অপরাজিত থাকেন আসাদুল্লাহ গালিব। চট্টগ্রামের পক্ষে পেসার ইফরান হোসেন ৪টি উইকেট নেন।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা