এসএ গেমস ক্রিকেটে স্বর্ণ জিততে চান বাশার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৫:৫৯
অ- অ+

সমর্থকরা আপাতত ইডেন টেস্টের দিকে তাকিয়ে থাকলেও দূরদর্শী বোর্ড নির্বাচক হাবিবুল বাশার দৃষ্টিনিবদ্ধ করছেন আসন্ন এসএ গেমস ক্রিকেটে। টুর্নামেন্টে টাইগাররা স্বর্ণ জিতবে, এমনটাই আশা করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

মঙ্গলবার ক্রীড়ালেখক সমিতির একটি সেমিনারে বাশার বলেন, ‘এসএ গেমসের জন্য আমরা এমন দল গড়ব, যাতে সর্বোচ্চ পদক আনা যায়। আমি মনে করি, গেমসে আমরা ভালো করব। আমরা স্বর্ণ জিতে ফিরতে চাই।’

পুনরায় এসএ গেমসে ক্রিকেট টুর্নামেন্ট ফিরেছে। আগামী ১-১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত হবে এসএ গেমস ক্রিকেট। বাংলাদেশের অংশ্রগহণ নিয়ে বাশার আরও বলেন, ‘এসএ গেমসে দল খেলানোর জন্য আমরা মুখিয়ে আছি। আমাদের ছেলেরা ভাল করার চেস্টা করবে।’

উল্লেখ্য, প্রথমবারের মত পূর্ণাঙ্গ ক্রিকেট খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ সমাপ্ত করে ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করার জন্য বর্তমানে কলকাতায় অবস্থান করছে মুমিনুল হকরা। চলতি মাসের ২২ তারিখ দ্বিতীয় টেস্ট ম্যাচে ইডেন গার্ডেনে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এম আলিকে দেয়া হলো থানা হেফাজতে
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা