বর্ষসেরা গোলরক্ষক আলিসন, নারী ফুটবলার রাপিনো

একটা বছরের সার্বিক পারফর্মেন্সের পর্যালোচনায় এবারের বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের মেগান রাপিনো ও বর্ষসেরা গোলকিপার হয়েছেন ব্রাজিলের আলিসন বেকার। ফ্রান্সের রাজধানী প্যারিসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে তাদের বর্ষসেরা খেতাবে ভূষিত করা হয়।
বর্ষসেরা গোলকিপার হওয়ার সম্মানজনক এই পুরস্কারটি জিততে আলিসন বার্সেলোনার মার্ক আন্দ্রে টার স্টেগেন ও ম্যানচেস্টার সিটির এদারসনকে হারান।
গত মৌসুমে নিজ ক্লাব লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতেন আলিসন। এছাড়া জাতীয় দল ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার ট্রফিও জয় করেন তিনি।
অন্যদিকে ব্যালন ডি’অর বর্ষসেরা নারী ফুটবলার রাপিনো সেরা হতে পেছনে ফেলেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ ও আরেক মার্কিন নারী অ্যালেক্স মরগানকে।
ফ্রান্সে অনুষ্ঠিত ২০১৯ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শিরোপা জেতাতে দারুণভাবে সহায়তা করেন রাপিনো। আসরটিতে দুর্দান্ত খেলে তিনি গোল্ডেন বল ও গোল্ডেন শু জেতেন।
রাপিনো এর আগে ফিফা দ্য বেস্ট নারী ফুটবলারের পুরস্কারও জেতেন।
উল্লেখ্য, ১৯৫৬ সালে বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি'অর চালু হওয়ার পর থেকে এবার নিয়ে ষষ্ঠবারের মত বর্ষসেরার শিরোপা জয় করে রেকর্ড গড়েলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এতদিন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পাঁচবার করে পুরস্কারটি জিতে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি।
(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এআইএ)

মন্তব্য করুন