নিষিদ্ধ হতে পারেন জামাল ভূঁইয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৫| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩
অ- অ+

দক্ষিণ এশিয়ান গেমসে( এসএ) নেপালের বিপক্ষে হারের ম্যাচে লালকার্ড দেখেছেন জামাল ভূঁইয়া। রেফারি ও লাইন্সম্যানের সঙ্গে বাজে আচরণও করেছেন। গর্হিত এসব আচরণের পর নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন তিনি। ম্যাচ কমিশনারের রিপোর্টের ওপর ভিত্তি করে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

বিশ্ব ফুটবল এর নিয়ন্ত্রণ সংস্থা ফিফার আইন অনুযায়ী রেফারির লাল কার্ড প্রদর্শন এরপর যেভাবে তেড়ে এসে ফাউল করা হয়েছে আর মাটিতে শুয়ে থাকা খেলোয়াড়ের শরীরে পা ছোয়ানো হয়েছে, এটা খুবই খারাপ আচরণ।

তাছাড়া ছাড়া লাল কার্ড দেখার পর স্বয়ং প্রধান রেফারি ও সহকারী রেফারিকেও ধাক্কাও মেরেছে। আর তাই ম্যাচ কমিশনার তার প্রতিবেদন এএফসিতে জমা দিলে ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যেখানে গুনতে হতে পারে আর্থিক জরিমানাও, অনাদায়ে নিষিদ্ধ হলে সেটি হতে পারে ৫ থেকে ৬ ম্যাচ পর্যন্ত।

(ঢাকাটাইমস/১‘০ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর
রাশিয়ায় বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই
জামায়াতের আমির মব সৃষ্টিতে ব্যস্ত : ছাত্রদল সাধারণ সম্পাদক 
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০০তম সভা অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা