পাকিস্তানে হাসপাতালে আইনজীবীদের তাণ্ডব, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৫১

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিক্ষুব্ধ আইনজীবীরা একটি হাসপাতালে তাণ্ডব চালালে পরিস্থিতির শিকার হয়ে চার রোগীর মৃত্যু হয়েছে। এক আইনজীবীকে চিকিৎসকরা মারধর করার ঘটনার প্রতিবাদ জানাতে হাসপাতালে ভাংচুর চালায় আইনজীবীরা।

বুধবার পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলোজিতে (পিইসি)ক্ষুব্ধ আইনজীবীদের কয়েক ঘণ্টার তাণ্ডব আর ভাঙচুরের পর ১২ জনেরও বেশি আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে রাজ্য সরকার।

লাহোরের পুলিশপ্রধান জুলফিকার হামিদ জানান, ‘বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের দরজা-জানালাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে।’

হাসপাতালের এক চিকিৎসক জানান, বিক্ষোভকারীদের কেউ কেউ গুলিও ছুড়েছে। তারা পুলিশের দিকে ইট-পাথর ছুড়ে মারে বলে জানান তিনি।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার। ওই হাসপাতালে যাওয়া এক আইনজীবী অন্য রোগীদের লাইনে দাঁড়াতে অস্বীকৃতি জানালে সেখানকার চিকিৎসকরা তাকে পেটান। পরে সেই ঘটনা নিয়ে একটি বিদ্রুপাত্মক ভিডিও প্রকাশ করে তারা। ক্ষুব্ধ আইনজীবীরা তার প্রতিশোধ নিতেই বুধবার সম্মিলিতভাবে হাসপাতালে গিয়ে এ তাণ্ডব চালায়।

বিক্ষুব্ধ আইনজীবীরা প্রথমে হাসপাতালটির প্রবেশ পথের সব দরজা বন্ধ করে দেন। তারা হাসপাতালের সরঞ্জাম ও জানলাসহ সেখানে থাকা গাড়িতে ভাংচুর চালান। জরুরি বিভাগের দরজা ভেঙে ফেলেন।

এক প্রতিবেদনে ডন জানিয়েছে, সেসময় হাসপাতালের কর্মীরা জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। এমন পরিস্থিতিতে হাসপাতালে অনেক রোগীই কয়েক ঘণ্টা ধরে আসতে পারেনি। আইনজীবীদের এমন তাণ্ডবে চিকিৎসক ও নার্সরা ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা রোগীদের রেখেও পালাতে বাধ্য হয়েছেন। পরে টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত পাঞ্জাব রাজ্য সরকারের তথ্যমন্ত্রী ফয়জুল হাসান চৌহান বলেন, আইনজীবীরা তাকে অপহরণের চেষ্টা করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ একদল আইনজীবী তাকে টানাহেঁচড়া করছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত শুরু করেছে।

ঢাকা টাইমস/১২ডিসেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :