লেবানন প্রবাসী বাংলাদেশিদের নতুন পাসপোর্ট করার সুবর্ণ সুযোগ

ওয়াসীম আকরাম, লেবানন
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬

লেবানন প্রবাসী বাংলাদেশিদের নতুন পাসপোর্ট করার ঘোষণা দিলেন বৈরুতের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। মঙ্গলবার বৈরুত দূতাবাসের হলরুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রাষ্ট্রদূত।

সংবাদ সম্মেলন রাষ্ট্রদূত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, যাদের মূল পাসপোর্ট নিয়োগকর্তা/কফিল/আমেল আমের নিকট জমা রয়েছে এবং তা কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না, তাদের শর্ত সাপেক্ষে এমআরপি (MRP)পাসপোর্ট নবায়ন/রিইস্যু করার সুযোগ প্রদান করা যাচ্ছে।

শর্তগুলো হচ্ছে- ১. তাদের পূর্বের পাসপোর্ট অফিসে এমআরপি (ডিজিটাল) পাসপোর্ট হতে হবে।

২. তাদের কাছে এমআরপি/ডিজিটাল পাসপোর্ট-এর সুস্পষ্ট ফটোকপি থাকতে হবে।

৩. পাসপোর্ট কফিলের বা আমল নামের নিকট থাকা সম্পর্কে একটি হলফনামা দিতে হবে নমুনা দূতাবাস থেকে সংগ্রহ করা যাবে।

৪. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

৫. ৩৩ $ আমেরিকান ফিস (অবশ্যই ডলারে পরিশোধ করতে হবে)। ৬. জাতীয় পরিচয়পত্রের কপি/ বিএমইটি কার্ড-এর ফটোকপি লাগবে।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। শনিবার ও রবিবার সরকারি ছুটির দিন এবং লেবানন সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।

দূতাবাসে জরুরি প্রয়োজনে হট লাইন যোগাযোগ করতে মোবাইল নাম্বার: ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নাম্বার : ৮১৭৪৪২০৭. সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রথম সচিব (শ্রম) দূতালয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, লেবানন আওয়ামী লীগ নেতা রুবেল আহমেদ, মশিউর রহমান টিটু, বাবুল মিয়া, কমিউনিটির নেতৃবৃন্দ, লেবানন বাংলা প্রেসক্লাব-এর সাংবাদিক ওয়াসীম আকরাম, মনির সরকার, জোবায়েরসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :