থার্টিফাস্টে রাস্তায় থাকবে বিপুল পুলিশ ও সোয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৯| আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৫:১৯
অ- অ+

ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টিফার্স্ট নাইটে ঢাকাবাসীর নিরাপত্তার জন্য সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে বিপুল পুলিশ। এছাড়া থাকবে সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে উৎসব পালনে রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, ভবনের ছাদে এবং প্রকাশ্যে কোনো ধরনের জমায়েত কিংবা উৎসব করা যাবে না। আনন্দ উৎসব উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ঐতিহ্য বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে। এছাড়া আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা বা দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘থার্টিফার্স্ট উপলক্ষে রাজধানীজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সোয়াত সদস্যরা মোতায়েন থাকবে। থাকবে টহল চৌকি। থার্টিফার্স্ট উৎসব ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। গোয়েন্দা সংস্থা কাজ করছে। নাশকতার চেষ্টা করা হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

শফিকুল ইসলাম বলেন, ‘কূটনীতিক জোনগুলোতে বিদেশি অতিথিরা তাদের কালচার উদযাপন করতে পারবে। এছাড়া রাজধানীর গুলশান, বারিধারা ও হাতিরঝিল এলাকায় ৩১ ডিসেম্বর রাত ৮টার পর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এছাড়া রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।’

এ সময় সুস্থ বিনোদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা দেবে বলে জানান ডিএমপি কমিশনার।

ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তে মোদীর শোক, ভারতের সহায়তা প্রস্তাব
গার্ডিয়ান, রয়টার্স, বিবিসি, আল জাজিরায় শোকাবহ বাংলাদেশের দুর্ঘটনা
মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন দিল ৩৪ বিজিবি
কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা