হাফিজ ইব্রাহিমের মানিলন্ডারিং মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১৪:২৬| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৫:২০
অ- অ+

বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা মানিলন্ডারিং (অর্থপাচার) মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

মামলার বিবরণ থেকে জানা যায়, মানিলন্ডারিংয়ের মাধ্যমে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজা সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হিসাবে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়। সে মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে। পরবর্তী সময়ে সে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন হাফিজ ইব্রাহিম।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা