ঢাকা সিটি নির্বাচনে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২০, ২১:২৫| আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২২:০১
অ- অ+
ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বৈধ কার্ডধারী সাংবাদিকরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

রবিবার নির্বাচন কমিশন থেকে জারি করা এক পরিপত্র থেকে এই তথ্য জানা যায়। এছাড়াও এই নির্বাচন উপলক্ষে ২৯ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৩০ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত সবধরনের বেবিট্যাক্সি/অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়াও লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোর্ড চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ওই দিন সনাতনী ধর্মালম্বীদের সরস্বতী পূজা হওয়ায় এই ভোট গ্রহণের দিন পরিবর্তনের দাবি উঠেছিল। বিষয়টি নিয়ে আদালতে রিট করা হয়েছে। কমিশন এখন রিটের শুনানির অপেক্ষায় রয়েছে।

এদিকে নির্বাচনের নির্বাচনের তারিখ পেছাতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দাবি তোলা হয়। এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জাবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সিটি করপোরেশন নির্বাচন পেছানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা