দুই কারবারির পেটে মিলল পাঁচ হাজার ইয়াবা

পেটের ভেতর পাঁচ হাজার ইয়াবা লুকিয়ে দুই মাদক কারবারি কক্সবাজার থেকে কুমিল্লায় আসার পর বৃহস্পতিবার র্যাবের হাতে আটক হয়।
আটকরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার ডোকরা গ্রামের আবদুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩১) এবং নাটোর সদর উপজেলার চক বেদানাথ গ্রামের মৃত বকুল আহমেদের ছেলে হেলাল উদ্দিন (৩৪)।
সন্ধ্যায় ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। বলেন, অভিনব কায়দায় পেটের ভেতরে পাঁচ হাজার ইয়াবা লুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে ট্রেনযোগে কুমিল্লা রেলস্টেশনে নামে। ইয়াবা বহনকারী ওই দুই মাদক ব্যবসায়ী ট্রেন থেকে নামার পর র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে স্টেশন ত্যাগ করার চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাবের টহল দল তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন