মাদারীপুরে পৌরসভার রাস্তা কাটলেন সঙ্গবদ্ধ চক্র

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ২২:১৫

নিয়ম-নীতির তোয়াক্কা না করেই পৌরসভার রাস্তা কাটলেন সঙ্গবদ্ধ একটি চক্র। মাদারীপুর পৌরসভার হরিকুমারিয়া এলাকার আব্দুল করিম হাওলাদার সড়কের প্রায় তিনশ’ ফুট ইট-সুরকির রাস্তার মাঝখানে কেটে ফেলা হয়। বিষয়টি এরই মধ্যে পৌরসভা কর্তৃপক্ষের নজরে এলেও ধামাচাপ দেয়ার চেষ্টা করছে প্রভাবশালী একটি মহল।

শুক্রবার বিকালে সরেজমিনে দেখা গেছে, পৌরসভার হরিকুমারিয়া এলাকার আব্দুল করিম হাওলাদার সড়কের প্রায় তিনশ ফুট ইট-সুরকির রাস্তা কেটে ফেলেছেন একই এলাকার আব্দুল জলিল সরদার, খোয়াজপুর আবুল হোসেন কলেজের শিক্ষক শাহ আলম, শিক্ষক রোকনুজ্জামান, মাদ্রাসার শিক্ষক আব্দুল মজিদ মিয়াসহ প্রায় ১০ জনের একটি সঙ্গবদ্ধ চক্র। তাদের বাড়ির পানি নামাতে কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই রাস্তার মাঝখানে কেটে ফেলেছেন বলে তারা জানান।

বিষয়টি এরই মধ্যে জানাজানি হলে পৌরসভা কর্তৃপক্ষের নজরে আসে। তবে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্যে পৌরসভার এক কর্মচারী চেষ্টা করেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সঙ্গবদ্ধ একটি চক্র খামখেয়ালি করে রাস্তাটি কেটেছে। পৌর কর্তৃপক্ষকে বিষয়টি তারা জানায়নি। বরং বিষয়টি ধামাচাপার জন্যে ওইসব চক্র প্রভাবশালী একটি মহলকে কাজে লাগাচ্ছেন। সরকারি সম্পদ এভাবে নষ্ট করার জন্যে দোষীদের বিচার দাবি করেন এলাকাবাসাী।

এ ব্যাপারে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সিদ্দিকুর রহমান তালুকদার জানান, ‘ওই এলাকার লোকজন নিজেদের মতো রাস্তা কেটেছে বলে আমরাও জানি। পরে পৌরসভার লোকজন দিয়ে রাস্তা কাটা বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত তারা কোন প্রকার আবেদন পৌরসভায় করেনি। বিষয়টি আইন ভঙ্গ করে করেছে, যা আইনের আওতায় আসা উচিত।’

তরে রাস্তা কাটার বিষয়টি ভুল স্বীকার করে আব্দুল জলিল সরদার জানান, ‘আমরা ১০ জন মিলে সিদ্ধান্ত নিয়ে রাস্তা কেটে পানির পাইপ বসিয়েছি। বিষয়টি ভুল হয়েছে, যা আমরা আগামিতে পৌরসভায় লিখিত আবেদন করে সমাধান করব।’

মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ জানান, ‘বিষয়টি ওই এলাকার একজন ফোনে জানিয়েছে। পরে অফিসের লোকজন গিয়ে রাস্তা কাটা বন্ধ করে দিয়েছে। আমরা অফিসিয়ালভাবে তাদের কাছে বিষয়টি জানতে চাইব।’

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রশ্নফাঁসে জড়িত ডা. তারিমের ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি জেলেদের

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

সিলেটের ৪ উপজেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন স্বশিক্ষিত

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :