রিকশার রাজত্ব, তবুও খু‌শি নন চালকরা

‌নিজস্ব প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩২| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪২
অ- অ+

ঢাকার দুই সি‌টির নির্বাচন উপল‌ক্ষে হা‌তেগোনা কিছু যানবাহন ছাড়া অন্যসব যানবাহ‌ন চলাচ‌ল বন্ধ ঘোষণা ক‌রে‌ছে কর্তৃপক্ষ। সেই কারণে রাজধানীজু‌ড়ে রিকশারই রাজত্ব। কিন্তু সেই রাজ‌ত্বে মন ভ‌রে‌নি রিকশাচালক‌দের। আর এর কারণ হি‌সে‌বে ঢাকার ভোটকেন্দ্রগু‌লো‌তে ভোটার উপ‌স্থি‌তি কম‌কে দায়ী কর‌ছেন চালকরা। তারা বল‌ছেন, কে‌ন্দ্রে কে‌ন্দ্রে ভোটার কম আসায় তা‌দের সেই অ‌র্থে আয় হচ্ছে না।

শনিবার সকাল ৮টা থে‌কে ঢাকার দুই সি‌টি‌তে ভোটগ্রহণ চল‌ছে। নিয়ম অনুযায়ী চারটার প‌রেই আনুষ্ঠা‌নিকভা‌বে শেষ হ‌বে ভোটগ্রহণ।

সকাল থে‌কে স‌রেজ‌মি‌নে ঢাকা উত্তর ও দ‌ক্ষি‌ণের বেশ ক‌য়েক‌টি কেন্দ্র ঘু‌রে সেই অর্থে ভোটার উপ‌স্থি‌তি দেখা মে‌লে‌নি। আর ভোটার সংখ্যা কম হওয়ায় রাজধানীর বি‌ভিন্ন সড়‌কে খা‌লি রিকশা নি‌য়ে চালক‌দের দাঁ‌ড়ি‌য়ে থাক‌তে দেখা যায়। বিভিন্ন সড়‌কে দাঁ‌ড়ি‌য়ে থাকা রিকশাচালক‌দের স‌ঙ্গে কথা হ‌লে তারা জানান, ভোটের দিন হি‌সে‌বে লক্ষ্য অনুযায়ী আয় কর‌তে পা‌রেন‌নি তারা।

বাংলা‌মোট‌রে বেশ খা‌নিকটা সময় খা‌লি রিকশা নি‌য়ে দাঁ‌ড়ি‌য়ে থাকা চালক হা‌নিফ ঢাকা টাইমস‌কে ব‌লেন, 'ভাই‌রে, ভাব‌ছি আজ‌কে অন্য গা‌ড়ি নাই ভা‌লো কয়টা টাকা কামামু। কিন্তু সেইটা হয় নাই। ভোটার য‌দি বে‌শি কইরা ভোট দি‌তে যাইত, তখনই না আমা‌দের টাকা ইনকাম হইত।'

(ঢাকাটাইমস/০১‌ ফেব্রুয়া‌রি/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা