মুসলিম ছেলেকে বিয়ে করছেন মেয়ে, যা বললেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০
অ- অ+

বিয়ে করতে চলেছেন বিশ্বের অন্যতম ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার। আরব-মার্কিন নাগরিক নায়েল নাসার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক করছেন জেনিফার। তার সঙ্গেই গাঁটছড়া বাঁধার ঘোষণা দিয়েছেন তিনি। জেনিফারের বিয়ের ঘোষণার পর তাদেরকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন বিল গেটস।

নায়েল নাসার যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা কুয়েতে। তাদের পারিবারিক আর্কিটেকচার ফার্ম রয়েছে। নায়েলের বয়স যখন পাঁচ বছর তখন থেকেই তিনি ঘোড়ায় চড়তে পছন্দ করেন। একজন পেশাদার ঘোড়সওয়ার তিনি। বিল গেটস কন্যা জেনিফারেরও অন্যতম শখ ঘোড়ায় চড়া। বিভিন্ন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছেন জেনিফার।

নায়েল ও জেনিফার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। সেখানেই তাদের প্রথম পরিচয়। তবে তাদের সখ্য তৈরি হয়েছে ঘোড়দৌড়ের মাঠে। দুইজনের শখ মিলে যাওয়ায় একে অপরের কাছে আসতে খুব বেশি সময় লাগেনি।

নায়েল ও জেনিফারের বিয়ের ঘোষণার পর তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিল গেটস টুইটবার্তায় বলেন, আমি পুরোপুরি শিহরিত! অভিনন্দন জেনিফার ও নায়েল।

নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। নায়েল ঘোড়দৌড়কেই নিজের ভবিষ্যতের পথ করবেন নাকি প্রথাগত কোনো পেশা বেছে নেবেন, তা এখনও ঠিক করেননি। জেনিফার সখের ঘোড়দৌড়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। একইভাবে মেয়ে ও হবু জামাইকে অভিনন্দন জানিয়েছেন বিল গেটসপত্নী মেলিন্ডা গেটস।

ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা