পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে টাইগারদের আপ্যায়ন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৯
অ- অ+

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন সেদেশে অবস্থান করছে। ম্যাচের আগের দিন (বৃহস্পতিবার) ইসলামাবাদে পাকিস্তানের রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তা পেয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেরই ক্রিকেটার এবং কর্মকর্তারা।

বুধবারই জানা গিয়েছিল যে, বৃহস্পতিবার টাইগারদের প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ড. আরিফ আলভি। দাওয়াত পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদে দেশটির রাষ্ট্রপতির বাসভবন আইওয়ান-ই-সাদারে যান মাহমুদউল্লাহ রিয়াদরা।

এসময় পাকিস্তানের রাষ্ট্রপতি বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানতে চান। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘তিনি ক্রিকেটের খুব ভক্ত। তিনি বাংলাদেশের ক্রিকেট দলের প্রশংসা করেছেন। আমাদের দলের কিছু ক্রিকেটারের নামও জানেন পাকিস্তানের রাষ্ট্রপতি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ কেমন করছে সে সম্পর্কেও তিনি জানতে চান। তিনি আরো জানতে চান যে, বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার কে? তার স্পিড কত? পাকিস্তানে ভ্রমণ করার জন্য তিনি বাংলাদেশ দল এবং বিসিবিকে ধন্যবাদ জানান।’

টেস্ট ম্যাচ খেলতে বুধবারই পাকিস্তানে পৌঁছায় বাংলাদেশ। প্রথম দিন কোনো অনুশীলন না করলেও বৃহস্পতিবার অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে শুক্রবার শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

(ঢাকাটাইমস/৬ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা 
সৌদি বাদশাহ সালমানের খরচে এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা