একই রাতে বার্সা-রিয়ালের বিদায়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২০| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৪
অ- অ+

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের পর জায়ান্ট দল বার্সেলোনাও বিদায় নিল। অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে যোগ করা সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে কিকে সেতিয়েনের শিষ্যরা। এর আগে একই রাতে নিজেদের মাঠেই রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-৩ গোলের ব্যবধানে হেরে কোপা থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদও।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ম্যাচের শুরুতেই মেসির পাস থেকে দারুন একটি সুযোগ পেয়েছিলেন তরুণ আনসু ফাতি। কিন্ত তার দুর্বল শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা; মার্টিনেজের কর্নার থেকে গোল করেন ইনাকি উইলিয়ামস; কিন্ত অফসাইডের কারনে বাতিল হয় তার গোলটি।

৩২তম মিনিটে রাউল গার্সিয়ার দূরপাল্লার শট উড়ে যায় গোলবারের উপর দিয়ে। ৩৯তম মিনিটে রাউল গার্সিয়াকে টেনে ধরার অপরাধে হলুদ কার্ড দেখেন মেসি।

৬৯তম মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি মিস করেন আঁতোয়া গ্রিজম্যান। নেলসন সেমেদোর দারুন ক্ৰস সরাসরি গোলরক্ষকের শরীর বরাবর মারেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার।

খেলার একবারে অন্তিম মুহূর্তে ইনাকি উইলিয়ামসের গোলে জয় নিশ্চিত হয় বিলবাওয়ের। গোমেজের ক্ৰস থেকে পাওয়া বল দারুন হেডে বার্সা গোলরক্ষক স্টেগানকে পরাস্ত করে জালে জড়ান এই তারকা।

১৯৫৫ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রে থেকে একই দিনে বাদ পড়েছে রিয়াল-বার্সা। আর ২০১০ সালের পর প্রথমবারের মতো এই দুই দলকে ছাড়াই হবে কোপার ফাইনাল। এক লেগের কোপার দেল রে আয়োজনের প্রথম মৌসুমেই স্পেনের সবচেয়ে বড় দুইদলকে পেতে হলো একইরকম স্বাদ।

(ঢাকাটাইমস/০৭ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রোনালদোকে ছাড়াই আল নাসরের ইতিহাস গড়া জয়
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে 
মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা