মাথায় বল লেগে হাসপাতালে শ্রীলঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০
অ- অ+

টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই গুরুতর দূর্ঘটনা এড়াল শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল৷ প্র্যাক্টিস ম্যাচে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন ডান হাতি মিডিয়াম পেসার আচিনি কুলসূর্য৷ পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি৷ তবে চোট পাওয়ার মুহূর্তে রীতিমতো আতঙ্ক ছড়ায় কারেন রোল্টন ওভালে৷

অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা৷ ম্যাচে ট্রিয়নের নেওয়া শটে লং-অফে ফিল্ডিং করা কুলসূর্য ক্যাচ ধরার সময় ঘটে বিপত্তি৷ বল গিয়ে লাগে ২৯ বছর বয়সি তারকার করোটির ঠিক উপরে৷ তৎক্ষণাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ বেশ কিছুক্ষণ নড়াচড়াও করেননি তিনি৷ স্বভাবিকভাবেই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠে৷ ডাক্তার এসে প্রাথমিক শুশ্রুষা করলে জ্ঞান ফেরে তাঁর৷

তড়িঘড়ি স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয় কুলসূর্যকে এবং কোনও সময় নষ্ট না করে নিকটবর্তী রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে৷ হাসপাতালে যাবতীয় পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় শ্রীলঙ্কান তারকাকে৷

শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের তরফে পরে জানানো হয় যে, সুস্থ রয়ছেন কুলসূর্য৷ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও কুলসূর্য আপাতত দলের মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন৷

অনুশীলন ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪১ রানে পরাজিত করে শ্রীলঙ্কাকে৷ প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তোলে৷ মারিজান কাপ ৪৪, উলভার্ট অপরাজিত ৩৮ রান করেন৷ জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৫ রানে আটকে যায়৷

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা