ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে শান্ত-সাইফউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর একটায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৩৪ রান।
গত বছর বিশ্বকাপে অংশ নেয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে ইনজুরির কারণে ছিলেন না মাশরাফি।
এছাড়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও গত বছর বিশ্বকাপে অংশ নেয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন। আর ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে খেলা নাজমুল হোসেন শান্তও আছেন এই ম্যাচের একাদশে।
অন্যদিকে, এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের অলরাউন্ডার ওয়েসলি মাধিভেরের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, মুতুম্বামি, চাকাভা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মাধিভেরে, মুতোমবোদজি, এমপোফু, মুম্বা, তিরিপানো।
(ঢাকাটাইমস/১ মার্চ/এসইউএল)

মন্তব্য করুন