করোনা আতঙ্কে দীপিকা, বাতিল ফ্রান্স সফর

করোনাভাইরাস আতঙ্ক গ্রাস করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে। এই আতঙ্কের রেশ পড়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও। দেশটিতে এখন পর্যন্ত ২১ জন আক্রান্ত হয়েছে এই মরণ ভাইরাসে। করোনা আতঙ্ক থেকে রেহাই পেলেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনও।
ফ্রান্সের প্যারিসে আয়োজিত বিখ্যাত প্যারিস ফ্যাশন উইকে উপস্থিত থাকার কথা ছিল এই নায়িকার। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে সেই পরিকল্পনা বাতিল করেছেন দীপিকা। সারা বিশ্বে যে হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, তার জন্যই এই মুহূর্তে বিদেশ সফর করতে চান না তিনি।
লাক্সারি ফ্যাশন হাউস Louis Vuitton-এর পক্ষ থেকে দীপিকাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল চলতি ফ্যাশন উইকে তাদের সংস্থার শো-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য।
এক বিবৃতিতে দীপিকার অফিশিয়াল মুখপাত্র জানিয়েছেন, ‘Louis Vouitton ফল উইন্টার ২০২০ কালেকশন শো-এ আমন্ত্রিত ছিলেন দীপিকা পাডুকোন। সেই উপলক্ষ্যেই ফ্রান্স যাওয়ার কথা ছিল তার। কিন্তু ফ্রান্সে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর পেয়ে এই সফর বাতিল করেছেন তিনি।’
ঢাকাটাইমস/০৪মার্চ/এএইচ

মন্তব্য করুন