গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ১২:০১| আপডেট : ০৭ মার্চ ২০২০, ১২:৩২
অ- অ+

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল ওয়াদুদ পাটোয়ারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ট্রেনযোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন রাকিবুল। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের জানালার বাইরে থেকে কয়েকজন ছিনতাইকারী তার মোবাইলটি ছিনিয়ে নিলে রাকিবুল তাদের পিছু নেয়। ছিনতাইকারীদের পিছু নিয়ে তিনি রেলস্টেশন থেকে ৭ নম্বর লাইনের দিকে গেলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোবাইল ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা