রাজ-শুভশ্রীর রেজিস্ট্রির দুই বছর

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ১২:০১
অ- অ+

রেজিস্ট্রির দুই বছর পার করলেন কলকাতার চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফ্যানক্লাবে তাদের বিয়ের ‘থ্রো ব্যাক’ ছবির ছড়াছড়ি। সিনেমার মতো বিয়ের গল্প বুনেছিলেন তারা। সম্পর্কের টানাপড়েন। হাজারও চাপানউতোরের মধ্য দিয়েও এগিয়ে নিয়ে গিয়েছিলেন ভালবাসা।

২০১৮ সালের ৬ মার্চ রেজিস্ট্রি সেরেছিলেন রাজ-শুভশ্রী। এরপর থেকেই চলছিল তাদের বিয়ের নানা জল্পনা। সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম- সবার মনে তখন একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন তারা? শুভশ্রী বুনছিলেন নতুন স্বপ্নের জাল। রাজের মনেও খেলছিল শিহরণ।

রেজিস্ট্রির পর থেকেই চলছিল নানা অনুষ্ঠান। ২০১৮ সালের ৮ মে কলকাতার এক অভিজাত হোটেলে বসেছিল ককটেল পার্টি। টলিপাড়ার চেনা মুখেরা ভিড় জমিয়েছিলেন সেখানে। সৃজিত মুখোপাধ্যায় থেকে রুদ্রনীল ঘোষ, সৌরভ-অনিন্দিতা- হাজির ছিলেন তারাও। হাসি-ঠাট্টা তামাশায় রাজ-শুভশ্রী তখন একেবারে অন্য মেজাজে।

বিয়ের জন্য রাজ-শুভশ্রী বেছে নিয়েছিলেন কলকাতা শহর থেকে সামান্য দূরে বাওয়ালি রাজবাড়ি। রাজবাড়ি সেজে উঠেছিল নানা ফুলের সাজে। ১০ মে ছিল তাদের আইবুড়োভাত। কাঁসার থালায় থরে থরে সাজানো ছিল খাবার। আলতা দিয়ে দু’পা রাঙিয়েছিলেন নায়িকা।

রাত বাড়তেই বসেছিল সংগীতের আসর। হিন্দি-বাংলা গানের সঙ্গে পা মিলিয়েছিলেন রাজ-শুভশ্রীও। নাচের মধ্যে শুভশ্রীর ঘাম মোছাতে রাজের এগিয়ে আসা, রাতের ভোজের শেষে পাকা আম কেটে ইনস্ট্যান্ট কুলফি বানিয়ে খাওয়ার মজা- এমনই ছোট ছোট মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

অবশেষে এল এই পাওয়ার কাপলের বিয়ের দিন। ১১ মে ভোর চারটায় পানি সইতে যাওয়া ও দধিমঙ্গল দিয়ে শুরু হয়েছিল বিয়ের উপচার। রাজের গা ছোঁয়ানো হলুদ এসে লেগেছিল শুভশ্রীর শরীরে। বিয়ের দুপুরেও ছিল খাওয়া-দাওয়ার বিস্তর আয়োজন। মৌরলা মাছ, পোস্তর বড়া, চিংড়ি বাটা, চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, পুদিনা মুরগি- বাদ ছিল না কিছুই।

রাত নামতেই বসেছিল বিয়ের আসর। জুঁই ফুলের ম ম গন্ধে বিয়েবাড়ি তখন ভরপুর। মোমবাতির নরম আলোর মায়াবী পরিবেশ আর সানাইয়ের সুর অতিথিদের পৌঁছে দিয়েছিল কোনো এক অপার্থিব জগতে।

বিয়ের দিনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল বেনারসি পরেছিলেন শুভশ্রী। গলার ভারী সোনার গয়নায় তিনি ছিলেন মোহময়ী। কপালে চন্দন, লাল ওড়না, শুভশ্রী ধরা দিয়েছিলেন শাশ্বত বাঙালি নারী রূপে।

শুভশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে সেজেছিলেন রাজও। চিরাচরিত ঘরানা থেকে বেরিয়ে পরেছিলেন সবুজ পাঞ্জাবি, বেনারসি পাড় বসানো ধুতি। মালাবদল, শুভদৃষ্টি, খই পোড়ানো, সিঁদুরদান- নিয়ম মেনে পালন হয়েছিল বিয়ের সমস্ত উপচার।

বিয়ের দিন টলিউডের বেশির ভাগ তারকা যেতে না পারলেও উপস্থিত ছিলেন শ্রীকান্ত মোহতা, জিৎ, রুদ্রনীল ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী, জুন মাল্য, শ্রেয়া পাণ্ডে, মানালি দে, অনিন্দিতা বসু প্রমুখ।

নতুনভাবে পথ চলা শুরু করেছিলেন রাজ-শুভশ্রী। প্রায় দুই বছর কেটে গেলেও রয়ায়নে ভাঁটা পড়েনি এতটুকুও। রাজ-শুভশ্রী ভালো রয়েছেন নিজেদের শর্তেই।

ঢাকাটাইমস/০৭মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা