জয়পুরহাটের স্কুলগুলোতে করোনা প্রতিরোধে সচেতনতা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২০, ১৮:২৮

জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন স্কুলে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে দাদরা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র রায়।

প্রচারপত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বীপক কুমার বণিক, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অমিত দেওয়ান, দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সতর্কতা অবলম্বল করলেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব। আমাদের এই উপজেলায় আতঙ্ক বা গুজব ছড়িয়ে না পড়ে সেই লক্ষেই প্রতিটি স্কুলে প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি।

(ঢাকাটাইমস/১৬মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :