করোনা আতঙ্কে সুন্নতে খাৎনার অনুষ্ঠান পণ্ড

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ১৬:২১
অ- অ+

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গণজমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় আতর আলী নামে এক ব্যক্তি তার ছেলের সুন্নতে খাৎনার জন্য বিরাট আয়োজন করেছিলেন। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ৪০০ অতিথিকে। পুলিশ এ অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গণজমায়েতে নিষেধাজ্ঞা থাকার পরও সুন্নতে খাৎনার বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুক্রবার সকাল থেকে চলছিল রান্নাবান্নার কাজ। প্যান্ডেলের নিচে অতিথিদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু করোনা আতঙ্ক বিরাজ করায় এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই কেউ পুলিশে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারি পুলিশ ফাঁড়ির একটি দল অনুষ্ঠান বন্ধ করে দেয়।

জানতে চাইলে তালাইমারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, করোনা আতঙ্কের কারণে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সে জন্য অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। সাদামাটাভাবে সুন্নতে খাৎনার কাজ সারতে বলা হয়েছে। আর রান্না করা খাবার অতিথিদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার জন্যও বলা হয়েছে।

ঢাকাটাইমস/২০মার্চ/আরআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা