বাসা থেকে কাজ করছেন স্টার কম্পিউটার সিস্টেমের কর্মীরা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১২:৪৪| আপডেট : ২৩ মার্চ ২০২০, ১২:৫৯
অ- অ+

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ এবং দেশে করোনা পরিস্থিতির কারণে স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড (এসসিএসএল) হোম অফিসের পদক্ষেপ নিয়েছে। গত ১৮ মার্চ থেকে প্রতিষ্ঠানটি সব কর্মকর্তা এবং কর্মচারীদের বাসা থেকে অফিস করার সুযোগ দিয়েছে।

স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের (এসসিএসএল) সিইও রেজওয়ানা খান বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। আর সচেতনতার কারণে স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড (এসসিএসএল) হোম অফিসের পদক্ষেপ নিয়েছে। বাসাতে বসেই অফিসের কাজ করছেন আমাদের কর্মীরা। কারণ করোনার এই মূহূর্তে প্রয়োজন সবার নিরাপদ থাকা। আর কর্মী এবং পরিবারের নিরাপদ, সুরক্ষায় রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, করোনা এই পরিস্থিতিতে বিশ্বের অনেক বড় বড় আইটি প্রতিষ্ঠান হোম অফিসের সিদ্ধান্ত নিয়েছে। দেশের অনেক বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানও এই পদক্ষেপ নিচ্ছেন। তাই যাদের সুযোগ রয়েছে হোম অফিস বা ভার্চুয়াল অফিসের তারা পদক্ষেপটি নিয়ে তাদের অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ নিশ্চিত করতে পারেন।

রেজওয়ানা খান বলেন, তবে শুধু হোম অফিস করেই নিশ্চিন্ত হওয়া যাবে না। অফিসের ঊধ্র্বতন কর্মকর্তাদেরও সচেতন হতে হবে। সুযোগ থাকলে তাদের কর্মীবাহিনীর সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান সরবরাহ করতে হবে। যারা আইটি প্রতিষ্ঠান তাদেরও করোনা সচেতনতায় পদক্ষেপ নিয়ে অন্যদের সচেতন করতে হবে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তর, ফেরা হলো না বাসায়
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
‘যারা বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়’
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী অটোচালককে মারধরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা