চীন থেকে করোনা শনাক্তের কিট ও পিপিই আসছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২০, ১৪:২৪
অ- অ+

আগামী বৃহস্পতিবার চীন থেকে বিশেষ বিমানে আসছে করোনাভাইরাস শনাক্তের কিট ও সুরক্ষা সরঞ্জাম (পিপিই)। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান মুঠোফোনে ঢাকাটাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন।

হুয়ালং ইয়ান ঢাকাটাইমসকে বলেন, ‘২৬ মার্চ চীন থেকে বিশেষ বিমানে করোনাভাইরাস শনাক্তের কিট ও ডাক্তারদের সুরক্ষার পিপিই বাংলাদেশে নিয়ে আসা হবে।’ তবে কি পরিমাণ কিট ও পিপিই আসবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানাননি ডেপুটি চিফ অব মিশন।

এর আগে রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট ও ১০ হাজার প্রতিরোধক সরঞ্জাম চীন থেকে আনার জন্য চার্টার্ড বিমান খোঁজা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা চীন দূতাবাসকে জানিয়েছি, চার্টার ফ্লাইটে আনলে দ্রুত আনা সম্ভব। তারা খুঁজে দেখছেন।’

গত বছরের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনা শনান্ত হলেও অচেনা ভাইরাসটি সেখানে ভয়াবহ আকার ধারণ করে ফেব্রুয়ারিতে। চীনে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস মোকাবিলায় চীনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে চীনকে ১০ লাখ হাতমোজা, পাঁচ লাখ মাস্ক, এক লাখ ৫০ হাজার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার জুতার কাভার ও আট হাজার গাউন উপহার দেয় বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এনআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণযোগ্য নয়’
অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
চলতি আগস্টের ১২ দিনে এল ১০৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স
পুলিশ ও উপদেষ্টার ভাইয়ের মামলায় জামিনে মুক্ত মুরাদনগর বিএনপির ১৩ নেতাকর্মী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা