এক লাখ রুপি অনুদান দেয়ায় সমালোচনার মুখে ধোনি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২০, ১৬:৩৭
অ- অ+

করোনা মোকাবিলায় মানবিক ধোনি। দুঃসময়ে অসহায় মানুষদের পাশে এগিয়ে এসেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক৷ দিয়েছেন এক লক্ষ রুপির অনুদান৷ কিন্তু তাতেও সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ৷ ৮০০ কোটি রুপি মূল্যের সম্পত্তির মালিকানা যাঁর, বিপদের দিনে তিনিই কিনা দিলেন মাত্র এক লাখ৷ ধোনিকে তুলোধুনো করলেন নেটিজেনরা৷

করোনা মোকাবিলায় পুনের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ রুপি তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ করোনা মোকাবেলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সবাই৷ কিন্তু মাত্র এক লাখ রুপি দেওয়ায় ধোনির সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা৷

টুইটারে একজন লিখেছেন, মহেন্দ্র সিং ধোনির সম্পদের মূল্য প্রায় ৮০০ কোটি রুপি। তিনি বড় অঙ্কের অনুদান দিয়েছেন! এক লাখ রুপি!!

আরেকজন লিখেছেন, কোভিড-১৯ সংকট মোকাবেলায় ১০০টি দরিদ্র পরিবারকে সহায়তা করতে ধোনি এক লক্ষ রুপি অনুদান দিয়েছেন। তার সম্পদের মূল্য কিন্তু ৮০০ কোটি রুপি!!

প্রসঙ্গত করোনা মোকাবেলায় ৫০ লাখ রুপি অনুদান তুলে দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও গরিব মানুষেরদের জন্য ৫০ লাখ রুপি মূল্যের চাল তুলে দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৭ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা