করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, কয়েক বাড়ি লকডাউন

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২০, ১৮:১৫

ময়মনসিংহের হালুয়াঘাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সোমবার সকালে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই বৃদ্ধ মারা যান। তিনি বেশ কয়েকদিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুনির আহমেদ জানান, ওই ব্যক্তির জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট ছিল। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :